ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রকাশিত হল ‘ডাউন বাই দা সি’ এর ফার্স্ট লুক

প্রকাশিত হল রাজীবুল হোসেন এর নতুন চলচ্চিত্র ‘ডাউন বাই দা সি’ এর ফার্স্ট লুক। ‘হৃদয়ের রংধনু’ খ্যাত এই নির্মাতার নতুন সিনেমাটি নির্মিত হয়েছে ইংরেজি ভাষায়। এতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন ফজলে রাব্বী শাকিল ও অদিতি।

সংগীতশিল্পী টিংকু মীর্জা মুশফিকুর সালেহীনের ‘ডাউন বাই দা সি’ গানের অনুপ্রেরণায় লেখা হয়েছে এর গল্প। এটি প্রযোজনা করেছে এশিয়ান ‘ইন্সটিটিউট অব মিডিয়া এন্ড কমিউনিকেশন’। বছরের শেষে সিনেমাটি মুক্তি পেতে পারে বলে জানিয়েছেন এর নির্মাতা।

ইংরেজিতে নির্মাণ করার কারণ জানতে চাইলে রাজীবুল হোসেন বলেন, হলগুলোর পরিবেশ ভালো না, মধ্যবিত্ত বা শিক্ষিত শ্রেণী হলে গিয়ে সিনেমা দেখে না। গ্লোবাল কন্টেন্ট এর বাজারে এখন আমরা সারা বিশ্বের সিনেমা দেখতে পাই। কিন্তু বাংলাদেশের সিনেমা কি আমরা সারা বিশ্বে দেখাতে পারছি? তাই গ্লোবাল অডিয়েন্সকে মাথায় রেখে লোকাল কন্টেন্ট নিয়ে এই সময়ের গল্প দিয়ে সাজানো হয়েছে সিনেমাটি।

রাজীবুল হোসেন আরো বলেন, মাল্টি পার্সোনাল ডিসঅর্ডার একটি সাইকোলজিক্যাল সমস্যা,যা আমরা এভয়েড করে যাচ্ছি। সমাজে আমাদের প্রত্যেকের ভেতরই এর সংক্রমণ হয়। আমি চেয়েছি গল্পের মাধ্যমে বিষয়টি হাজির করতে। এটাকে রোমান্টিক না বলে বলতে পারেন সম্পর্কের গল্প।

‘ডাউন বাই দা সি’ সিনেমাটির শুটিং হয়েছে ঢাকা, কক্সবাজার ও সাজেকের মনোরম লোকেশনে। এতে গান থাকছে মোট তিনটি, যার প্রতিটির কথা লিখেছেন এবং সুর ও কণ্ঠ দিয়েছেন টিংকু মীর্জা। প্রায় এক ঘণ্টা ২০ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমাটির কোনো বাংলা ভার্সন তৈরী করা হবে না।

এছাড়া রাজীবুল হোসেনের হাতে এখন আরও দুটি সিনেমা রয়েছে। ‘কলকাতার মেয়েটি’ ও ‘রানওয়ে ০২০২’ নামের সিনেমা দুটোর কাজ চলছে বলে জানিয়েছেন তিনি।

 

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন