ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

করোনা ভাইরাসে ক্ষতির পরিমাণ বাড়ছে

প্রানঘাতী করোনা ভাইরাস এর নতুন নাম কোভিড-১৯। প্রাণঘাতী এই ভাইরাসে মৃত্যুর সংখ্যা বাড়ার সঙ্গে বাড়ছে অর্থনীতির ক্ষতির পরিমান। সবচেয়ে বেশি ক্ষতি হচ্ছে চীনের। আর এর প্রভাব পড়ছে অন্য অনেক দেশের অর্থনীতিতে। অর্থনীতির আর কত ক্ষতি হবে তা নির্ভর করছে করোনা ভাইরাস কত দূর পর্যন্ত ছড়াবে তার ওপর।

করোনা ভাইরাস চীনের অর্থনীতিকে অনেকটাই পিছিয়ে দিবে এই বিষয়ে কারোর সন্দেহ নেই। তবে কমবেশি সমস্যায় পড়বে অন্যান্য দেশগুলোও। যেমন – হংকং এর প্রকৃত জিডিপি কমবে ২ দশমিক ৬৩ শতাংশ। পরের অবস্থানেই চীনের প্রকৃত জিডিপি কমবে ১ দশমিক ০৫ শতাংশ। বাকি দেশগুলোর মধ্যে সিঙ্গাপুরের জিডিপি কমবে দশমিক ৪৭ শতাংশ, মালয়েশিয়ার দশমিক ১৫ শতাংশ, ফিলিপাইনের দশমিক ১০ শতাংশ, দক্ষিণ কোরিয়ারও দশমিক ১০ শতাংশ, মার্কিন যুক্তরাষ্ট্রের দশমিক ০৭ শতাংশ এবং জাপানের প্রকৃত জিডিপি কমবে দশমিক ০৭ শতাংশ।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন