ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জিম্বাবুয়ে ক্রিকেট দল এখন ঢাকায়

জিম্বাবুয়ে ক্রিকেট দল বিকেলে ঢাকায় পৌঁছেছে। দুই টি-টোয়েন্টি, তিন ওয়ানডে এবং এক টেস্ট খেলতে জিম্বাবুয়ে ক্রিকেট দল এখন বাংলাদেশে। আজ শনিবার বিকেল ৪টা ৫০ মিনিটে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন ক্রিকেটাররা।

আগামী একমাস জুড়ে বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে সফরকারী দলটি। শুরুতেই তারা দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে। পাকিস্তান সফরের দ্বিতীয় ধাপ শেষ হওয়ায় জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়েই ঘরের মাঠে খেলতে নামবে টাইগাররা।

সিরিজের সূচি :

০১ মার্চ: প্রথম ওয়ানডে (দিবা-রাত্রি), সিলেট

০৩ মার্চ: দ্বিতীয় ওয়ানডে (দিবা-রাত্রি), সিলেট

০৬ মার্চ: তৃতীয় ওয়ানডে (দিবা-রাত্রি), সিলেট

০৯ মার্চ: প্রথম টি-টোয়েন্টি (দিবা-রাত্রি), মিরপুর

১১ মার্চ: দ্বিতীয় টি-টোয়েন্টি (দিবা-রাত্রি), মিরপুর

১৫ সদস্যের জিম্বাবুয়ে দল : 

সিকান্দার রাজা, রেগিস চাকাবা, আইনসলে এনদোভু, ভিক্টর নায়ুচি, ব্রেন্ডান টেলর, ক্রেইগ আরভিন, কেভিন কাসুজা, তিমিসেন মারুমা, প্রিন্স মাসভাউরি, ক্রিস্টোফার এমপফু, ব্রিয়ান মুদজিনগানিয়ামা, কার্ল মুম্বা, তিনোতেন্দা মুতোম্বোজি, ডোনাল্ড ত্রিপানো ও চার্লটন টিসুমা।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন