গত কয়েক দশকে বিশ্বের অন্য দেশের সঙ্গে তাল মিলিয়ে বাংলাদেশে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে ভ্যালেনটাইনস ডে বা ভালোবাসা দিবস। ১৪ ফেব্রুয়ারী এই দিবসকে কেন্দ্র করে গড়ে উঠেছে নানা রকম বাণিজ্য। দিনকে দিন অর্থনীতিতে এর অবদান বাড়ছে। ফুল, চকোলেট, কেক, পোশাক, জুয়েলারি, রেস্টুরেন্ট, গেজেট, স্মার্ট ডিভাইস, ই-কমার্স কেনাকাটাসহ প্রায় এক হাজার কোটি টাকার লেনদেন হয়, যা ইতিবাচক অবদান রাখছে দেশের অর্থনীতিতে।
ভালোবাসা দিবসে সবচেয়ে বেশি চাহিদা বাড়ে ফুলের। গত বছর ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুনে ২০০ কোটি টাকার ফুল বিক্রি হয়েছিল। এবার ব্যবসা হবে ১৮০ থেকে ১৯০ কোটি টাকার।
ভালোবাসা দিবস উপলক্ষে এবার কেনাকেটা জমজমাট। ডিজিটাল পেমেন্ট (ক্রেডিট কার্ড, মোবাইল ব্যাংকিং), বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান, তারকা হোটেল ভ্যালেনটাইনস ডে উপলক্ষে নানা অফার দিয়েছে।
সেন্টার ফর ডেভেলপমেন্ট অ্যান্ড এমপ্লয়মেন্ট রিসার্চ এক্সিকিউটিভ চেয়ারপারসন রুশিদান ইসলাম রহমান বলেন, যেহেতু এখানে ভালোবাসা দিবসের সঙ্গে এখন বাণিজ্যের প্রসার ঘটছে তাই এর বহুলপ্রচার হয়। বাংলাদেশে বসন্ত উৎসব পালনের পরিসর বেড়েছে। ফুল, গিফট আইটেম, গ্রিটিংস কার্ড, স্মার্ট ডিভাইস, অলংকার, পোশাক, কেক, রেস্টুরেন্টে বিক্রি বেড়ে যায়। দিবসটি উপলক্ষে কেনাবেচা বেড়ে যাওয়ায় আমাদের জিডিপিতে ইতিবাচক অবদান রাখছে।
আনন্দবাজার/ টি এস পি