ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নতুন উড়োজাহাজ সংযোজন করছে ইউএস-বাংলা

ইউএস-বাংলা এয়ারলাইনস চায় তাদের যাত্রীদের আকাশপথে সর্বোচ্চ নিরাপদ ও আরামদায়ক সেবা দিতে। এ জন্যই নতুন উড়োজাহাজ সংযোজন করেছে দেশের এই বেসরকারি উড়োজাহাজ সেবাদানকারী সংস্থা। তাই আজ সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ব্র্যান্ড নিউ এটিআর ৭২-৬০০ উড়োজাহাজের উদ্বোধন করে ইউএস-বাংলা।

২০১৪ সালের ১৭ জুলাই এ ‘ফ্লাই ফাস্ট, ফ্লাই সেভ’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করে ইউএস-বাংলা এয়ারলাইনস। সংস্থাটি আন্তর্জাতিক পথে ফ্লাইট চালাতে ব্র্যান্ড নিউ উড়োজাহাজ কিনেছে। মোট ১৩টি উড়োজাহাজ আছে সংস্থাটির। যার মধ্যে ৬টি ব্র্যান্ড নিউ এটিআর ৭২-৬০০ মডেলের।

সংস্থাটি জানায়, সর্বাধুনিক প্রযুক্তির উড়োজাহাজ এটিআর ৭২-৬০০। অন্য উড়োজাহাজের তুলনায় এটিআর ৭২-৬০০ তে ২০ শতাংশ কম জ্বালানি লাগে। এটি কুয়াশা ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও চলাচল করতে পারে। তারা এই মেডেলের আরও চারটি উড়োজাহাজ আনবে চলতি বছরেই।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন