রবিবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৭ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

মণে মণে রফতানি হচ্ছে বরেন্দ্র অঞ্চলের আলু

সেই প্রাচীনকাল থেকেই জয়পুরহাটের কালাই উপজেলা আলু উৎপাদনের জন্য বরেন্দ্র অঞ্চল হিসেবে খুবই পরিচিত। চলতি মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়ে অধিক পরিমাণ জমিতে আলু আবাদ করা হয়েছে। পর্যাপ্ত পরিমান বীজ, সার ও কীটনাশক ওষুধের সরবরাহ এবং আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর আলুর বাম্পার ফলন হয়েছে।

এখানকার আলু জেলা ও উপজেলায় চাহিদা মিটিয়ে বিদেশেও রফতানি করা হচ্ছে। এ অঞ্চলের আলুর বাজারে অধিক চাহিদা রয়েছে। তাই ভালো দাম পাওয়ায় ফলে লাভের মুখ দেখছেন স্থানীয় কৃষকরা।

কালাই উপজেলার কৃষি অফিস সূত্রে, চলতি মৌসুমে কালাই উপজেলার মাত্রাই, উদয়পুর, পুনট, জিন্দারপুর ও আহম্মেদাবাদ ইউপিসহ ১০ হাজার ৮শ হেক্টর জমিতে আলু আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ১০ হাজার ৬শ ৫০ হেক্টর জমিতে উফশী জাতের আলু  এবং ৩শ ৫০ হেক্টর জমিতে স্থানীয় পাকড়ী জাতের আলু চাষ করা হয়েছে।

আলু চাষিরা জানান, কালাই উপজেলার ১০ থেকে ১৫টি স্থান থেকে প্রতিদিন প্রায় ৪ থেকে ৫ হাজার মণ আলু দেশের বিভিন্ন উপজেলাসহ বিদেশে পাঠানোর জন্য কৃষকের কাছ থেকে আলু কিনছে ব্যবসায়ীরা। এর ফলে বাজারে আলুর চাহিদা অনেক বেড়েছে এবং আলুর ভালো দাম পাচ্ছে স্থানীয় আলু চাষিরা।

উপজেলার দূর্গাপুর গ্রামের আলু চাষি রাজ্জাক হোসেন বলেন, কিছু দিন আগে মালেশিয়ার মাসাওয়া কোম্পানির এজেন্টের কাছে মণ প্রতি ৫শ ৫০ টাকার দরে দুই বিঘা জমির মিউজিকা জাতের আলু বিক্রি করেছি। এ বছর আলুর দাম ভালো পাওয়া যাচ্ছে।

আরও পড়ুনঃ  আগাম আলু কেজি ৮০ টাকায় বিক্রি

কালাই উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. আসাদুজ্জামান জানায়, পর্যাপ্ত পরিমান বীজ, সার ও কীটনাশক ওষুধের সরবরাহ এবং আবহাওয়া অনুকূলে থাকায় এই উপজেলাতে এ বছর আলুর বাম্পার ফলন হয়েছে। এতে করে স্থানীয় বাজারেও আলুর দাম ভালো।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন