ঢাকা | রবিবার
১০ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২৫শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

নতুন তিন ব্যাংক আসছে পুঁজিবাজারে

পুঁজিবাজার শক্তিশালী করতে লাভজনক সরকারি সাত কোম্পানির শেয়ার ছাড়ার সিদ্ধান্ত নেয়া হয়। তারপরই সরকার উদ্যোগ নিয়েছে নতুন করে তিন ব্যাংককে বাজারে আনার। এর পাশাপাশি ব্যাংকের শেয়ারও বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে।

২ ফেব্রুয়ারি অর্থ মন্ত্রণালয় সিদ্ধান্ত নেয় লাভজন সাতটি সরকারি প্রতিষ্ঠানকে পুঁজিবাজারে আনার। অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, লাভজনক সরকারি প্রতিষ্ঠানগুলো পুঁজিবাজারে আনার সিদ্ধান্ত হয়েছে। যারা এখন রয়েছে তারা বিক্ষিপ্তভাবে আছে।লাভজনক সরকারি প্রতিষ্ঠানগুলোকে পুঁজিবাজারে আনার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সম্প্রতি পুঁজিবাজার ধারাবাহিক পতনের মুখে পড়েছে। দীর্ঘমেয়াদে আস্থা ফেরাতে ও সার্বিক বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে কিছু পদক্ষেপ নিয়েছে  সরকার। রাষ্ট্রীয় মালিকানার তিন ব্যাংকের শেয়ার বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে এরই অংশ হিসেবে। নতুন তিনটি বাণিজ্যিক ব্যাংক হলো : অগ্রণী, জনতা এবং সোনালী ব্যাংক।

আনন্দবাজার/এস.কে

সংবাদটি শেয়ার করুন