বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মাণ হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর সিনেমা। সিনেমাটি পরিচালনা করবেন মুম্বাইয়ের শ্যাম বেনেগাল। চলছে বিভিন্ন চরিত্রের শিল্পী বাছাই। শুটিং ও আনুষ্ঠানিক বিষয়ে সিদ্ধান্ত নিতে গত বুধবার (৫ ফেব্রুয়ারী) ঢাকায় এসেছেন বায়োপিক মাস্টার শ্যাম বেনেগাল।
জানা গেছে, বঙ্গবন্ধুর এই বায়োপিকে মহান নেতা গণতন্ত্রের মানসপুত্র হোসেন শহীদ সোহরাওয়ার্দীর চরিত্রে অভিনয় করবেন তৌকীর আহমেদ। বঙ্গবন্ধুর বায়োপিকে তারই রাজনৈতিক গুরু হোসেন শহীদ সোহরাওয়ার্দীর চরিত্রে অভিনয়ের সুযোগকে ক্যারিয়ারে বিশেষ সংযোজন বলে মনে করছেন তিনি।
তিনি বলেন, এত বড় একটি কাজের সঙ্গে যুক্ত হতে পেরে খুবই ভালো লাগবে। জাতির জনক বঙ্গবন্ধু-সংশ্লিষ্ট যে কোনো কিছুই ভালো লাগে। আর বঙ্গবন্ধুর রাজনৈতিক গুরু হোসেন শহীদ সোহরাওয়ার্দীর চরিত্র পাওয়াটা আমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি। সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা।
জানা গেছে, এই বায়োপিকে বঙ্গবন্ধুর মা সায়রা বানুর চরিত্রে কাজ করবেন অভিনেত্রী দিলারা জামান। বাকী চরিত্র এখনো নিশ্চিত হয়নি।
মুজিববর্ষ অর্থাৎ ২০২১ সালের ১৭ মার্চে বাংলাদেশ ও ভারতে মুক্তি দেওয়া হবে ২ ঘণ্টা ২০ মিনিট ব্যাপ্তির এই সিনেমা।
আনন্দবাজার/ টি এস পি