সাত মাসের পাঁচ মাসই কমেছে রপ্তানি আয়। চলতি ২০১৯-২০ অর্থবছরের সাত মাস শেষে রপ্তানি আয় দাঁড়িয়েছে প্রায় ২ হাজার ২৯২ কোটি ডলার। যেখানে গত অর্থ বছরের একই সময়ের তুলনায় কমেছে ৫ দশমিক ২১ শতাংশ।
অর্থবছরের প্রথম মাসে (জুলাই) রপ্তানি আয়ে বেশ বাড়তির ধারায় ছিল। যেখানে সাড়ে ৮ শতাংশের মতোপ্রবৃদ্ধি ছিল। তবে এরপরই টানা চার মাস রপ্তানি আয় কমেছে। ডিসেম্বর মাসে আয় কিছুটা বাড়লেও জানুয়ারিতে তা আবার কমেছে।
পোশাক খাত ভালো করতে না পারার কারণেই রপ্তানি আয় কমেছে। এ খাতে সাত মাস শেষে গেল অর্থবছরের চেয়ে ৫ দশমিক ৭১ শতাংশ কমে এক হাজার ৯০৬ কোটি ডলারের মতো রপ্তানি আয় দাঁড়িয়েছে। এ দেশের রপ্তানি আয় ৮০ শতাংশই আসে পোশাক খাত থেকে।
এদিকে পোশাক খাতের বাইরে অন্যান্য খাতগুলো খুব একটা সুবিদা করতে পারছে না। বিশেষ চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি কমেছে ১১ শতাংশ। এছাড়াও কৃষিজাত পণ্য রপ্তানিতেও তেমন কোনো গতি নেই। এ খাতে গত অর্থবছরের তুলনায় ৪ শতাংশ কমে মোট আয় হয়েছে ৬০ কোটি ৩৯ লাখ ডলার।
আনন্দবাজার/এম.কে