গাজীপুরে পরিবেশ ও বায়ুদূষণ রোধে পরিবেশ অধিদপ্তর জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। বিশেষ করে ঢাকা ও তার পার্শ্ববর্তী জেলা গুলোতে বায়ুদূষণ বৃদ্ধি পাওয়ায় এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো: আব্দুস সালাম সরকার । এ লক্ষ্যে গাজীপুরে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিগত দু’মাসে ৭৬ টি ইটভাটা স্থায়ী ভাবে বন্ধ করে দিয়েছে। পরিবেশ আইন অমান্য করায় এসময় আদালত ইটভাটা গুলোকে মোট ৩ কোটি ২৭ লক্ষ টাকা জরিমানা করে আদায় করেছে। এছাড়া ০৩ টি ইটভাটা মালিককে যথাক্রমে ২০ লক্ষ, ৬ লক্ষ ও ৬ লক্ষ টাকা জরিমানা অনাদায়ে ০২ মাস, ১৫ দিন ও ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। ২০১৯ সালের ডিসেম্বর মাস থেকে ২০২০ সালের জানুয়ারি মাসে এই অভিযানগুলো পরিচালনা করা হয়।
এদিকে গাজীপুর পরিবেশ আধিদপ্তরের উপ-পরিচালক মো: আব্দুস সালাম সরকার জানান, পরিবেশ আইন অমান্য করে ইটভাটা মালিকরা দীর্ঘদিন যাবৎ গাজীপুরের বিভিন্ন এলাকায় অবৈধ ইটভাটা পরিচালনা করে আসছিল। এতে ইটভাটা ও তার পার্শ্ববর্তী এলাকা গুলোতে জনস্বার্থ ও জনস্বাস্থ্য মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। গাজীপুর মহানগর প্রতিষ্ঠার পর থেকেই ভাটা মালিক পক্ষ উচ্চ আদালতের দোহাই দিয়ে দীর্ঘদিন যাবৎ ইটভাটা পরিচালনা করে আসছে। এর মাঝেও আমরা অনেক ইটভাটা বন্ধ ও তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছি।
বায়ুদূষণে আমাদের রাজধানী ঢাকার অবস্থান বিশ্বে শীর্ষ পর্যায়ে রয়েছে বলে গনমাধ্যমে ও তথ্য-যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচার পায়। এরই প্রেক্ষিতে রাজধানীর বায়ুদূষণ রোধে হাইকোর্ট গত ১৩ জানুয়ারি একগুচ্ছ নির্দেশনার পাশাপাশি ঢাকা, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ, গাজীপুর ও মানিকগঞ্জ এলাকার অবৈধ ইটভাটাগুলো বন্ধ করে দুই মাসের মধ্যে আদালতে প্রতিবেদন দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে। এর আগে গত ২৬ নভেম্বর হাইকোর্ট পরিবেশ ও বায়ুদূষণ রোধে এসব এলাকার অবৈধ ভাটাগুলো ১৫ দিনের মধ্যে বন্ধ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ দিয়েছিল। আদালতের নির্দেশনা অনুযায়ী পরিবেশ অধিদপ্তর উল্লিখিত এলাকার অবৈধ ইটভাটাগুলো বন্ধে অভিযান শুরু করে। অনুমোদন না থাকায় অনেক ইটভাটা ভেঙে দিয়ে কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয় ভ্রাম্যমাণ আদালত।
তিনি আরো জানান, এই জেলায় ৩৬২টি ইটভাটা রয়েছে। এর মধ্যে সিটি কর্পোরেশন এলাকার মধ্যে রয়েছে ১৭৪টি। এর বাইরে রয়েছে ১৮৮টি। এ যাবৎ গাজীপুর নগরীসহ আশ-পাশের এলাকার অবৈধ ২২৮টি ইটভাটা বন্ধ করে ভেঙে দিয়েছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। গাজীপুর সিটি কর্পোরেশনের মধ্যে অবৈধ ইটভাটা ছিল ১৭৪টি। এর সবই সম্প্রতি ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বন্ধ করে দিয়েছে। এ ছাড়া গাজীপুর সদর উপজেলাসহ ৫টি উপজেলায় অভিযান চালিয়ে আরও ৫৪টি ইটভাটার কার্যক্রম বন্ধ করা হয়েছে। এগুলোর কোনোটির পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসনের অনুমোদন ছিল না। খবর পেয়েছি আমরা বন্ধ করে দেওয়ার পরেও কিছু মালিক তাদের ইটভাটা পুনরায় চালু করেছে। কয়েকদিনের মাঝেই পুনরায় অভিযান চালিয়ে সেগুলো বন্ধ করা হবে। যেসব ইটভাটা ভাঙা ও জরিমানা করা হয়েছে, পরবর্তী সময়ে সেগুলো চালু পাওয়া গেলে আরো বেশি শাস্তি দেয়া হবে।
আনন্দবাজার/শাহী