ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আসছে শাওমির ৮ জিবি র‌্যামের নতুন ফোন

বর্তমানে চীনের রাইজিং স্টার টেকনোলজি ব্র্যান্ড শাওমির সাব-ব্র্যান্ড রেডমি। নতুন বছরে রেডমি এবার নতুন ফোন বাজারে আনার ঘোষণা দিল। মডেল রেডমি কে ৩০। ফোনটিতে ৮ জিবি র‌্যাম ব্যবহৃত হয়েছে। তাছাড়াও এতে রয়েছে বড় ডিসপ্লে এবং শক্তিশালী ব্যাটারি।

জানা যায়, অ্যানড্রয়েড ১০ অপারেটিং সিস্টেম চালিত ফোনটিতে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে সংযোজন করা হয়েছে। পাশাপাশি দ্রুত গতির কার্যসম্পাদনের জন্য রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৬৫ চিপসেট।

ফোনের ইন্টারনাল স্টোরেজ রয়েছে ২৫৬ জিবি। মাইক্রো এসডি কার্ড ব্যবহারের মাধ্যমে স্টোরেজ বাড়ানোর সুযোগ আছে।

ছবি তোলার জন্য রিয়ারে আছে চারটি ক্যামেরা। এগুলো হলো যথাক্রমে ৬৪ মেগাপিক্সেল +৮ মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ক্যামেরা। এছাড়াও সেলফির জন্য রয়েছে ২০ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ফ্রন্ট শুটার।

উল্লেখ্য, অনস্ক্রিন ব্যাক আপের জন্য ফোনটিতে ৪৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি দেয়া হয়েছে।

আনন্দবাজার/শাহী

সংবাদটি শেয়ার করুন