ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়ার রাজধানী

এবার দাবানল ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় জরুরি অবস্থা জারি করেছে কর্তৃপক্ষ। অস্ট্রেলিয়ান ক্যাপিটাল টেরিটরি (এসিটি) এ জরুরি অবস্থার ঘোষণা করেছে বলে বিবিসি এ তথ্য জানায়।

কর্তৃপক্ষ জানায়, গেল দুই দশকের মধ্যে এই অঞ্চলে এটিই সবচেয়ে ভয়ংকর দাবানলের ঘটনা। ইতোমধ্যে এ দাবানলে ক্যানবেরার প্রায় ১৮ হাজার ৫০০ হেক্টর এলাকা আগুনে পুড়ে গেছে।

এর আগে ২০০৩ সালে ক্যানবেরায় ভয়াবহ দাবানলে ৪ জনের প্রাণহানী হয়েছিল। এছাড়াও আহত হয়েছিলেন ৫শ’ এর মতো। দাবানলে পুড়ে ছাই হয়েছিল ৪৭০টি বেশি ঘরবাড়ি।

গেল ২০১৯ সালের সেপ্টেম্বর মাস থেকে অস্ট্রেলিয়ার বিভিন্ন অঙ্গরাজ্যে দাবানল ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত দাবানলে প্রাণহানী হয়েছে ৩৩ জনের। একই সাথে ধ্বংস হয়ে গেছে হাজার হাজার ঘরবাড়ি।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন