রাত পোহালেই ঢাকা দুই সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে। তাই ভোটগ্রহণকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইতোমধ্যে রাজধানী জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে।
ঢাকা দুই সিটির নির্বাচনকে কেন্দ্র করে নেয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। রাজধানীর বিভিন্ন সড়কে বসানো হয়েছে চেকপোস্ট, সন্দেহ হলেই চলছে তল্লাশি। একই সঙ্গে বাড়ানো হয়েছে নিরাপত্তা বাহিনীর লোকবল।
পুলিশের সঙ্গে নগরীতে মোতায়েন করা হয়েছে বিজিবিও। একই সাথে টহল দিচ্ছে র্যাবও। এদিকে নগরবাসী কিছুটা হয়রানি হলেও নিরাপত্তা নিয়ে সন্তুোষ প্রকাশ করেছেন তারা।
আইনশৃঙ্খলা বাহিনী জানান, ভোটারদের নিরাপত্তাসহ বিভিন্ন সড়কের সিসিটিভি ও সামাজিক যোগাযোগ মাধ্যমও মনিটরিং করা হচ্ছে। ইতোমধ্যেই ঝুঁকিপূর্ণ কেন্দ্র নির্ধারণ করে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। এছাড়াও রাস্তায় রাস্তায় টহল দিচ্ছে ৬৫ প্লাটুন বিজিবি এবং রিজার্ভ ফোর্স হিসেবে রাখা হয়েছে আরও ১০ প্লাটুন বিজিবি।
আনন্দবাজার/এম.কে