শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

সংকট নেই ডিজেল সরবরাহে: বিপিসি

দেশে ডিজেলের কোনো সংকট নেই বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রলিয়াম করপোরেশন- বিপিসি। কৃত্রিম সংকটের সৃষ্টি করে অতিরিক্ত মুনাফা করতে একটি চক্র সক্রিয় হয়েছে বলে অভিযোগ সংস্থাটির। ডিজেলের অবৈধ মজুত ও পাচার রোধে তদন্ত করছে বিপিসি ও গোয়েন্দা সংস্থাগুলো। বুধবার বিপিসি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে এ নিয়ে কথা বলেন বিপিসির চেয়ারম্যান সামছুর রহমান।

তিনি বলেন, জানুয়ারিতে অস্বাভাবিক ডিজেল বিক্রির কারণ খতিয়ে দেখা হচ্ছে। বাজারে কৃত্রিম সংকট তৈরিতে জড়িত থাকার প্রমাণ পেলে পেট্রলপাম্প মালিক ও ডিপোর কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেন তিনি।

তিনি আরো বলেন, সরকারিভাবে দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই। আমাদের এই মুহূর্তে ১৩ দিনের মজুত আছে। ১৫ ফেব্রুয়ারিতে এই মজুত গিয়ে দাঁড়াবে ২৫ দিনের এবং ১ মার্চ তা বেড়ে দাঁড়াবে ২৯ দিনের। আমরা উল্টো এই অতিরিক্ত ডিজেল কীভাবে বিক্রি করবো তা নিয়ে পরিকল্পনা করছি।

আনন্দবাজার/ টি এস পি 

আরও পড়ুনঃ  শিল্পে কর্মরতদের ৯১ শতাংশেরই প্রশিক্ষণ নেই

সংবাদটি শেয়ার করুন