২০২৪ সালে মধ্যম আয়ের দেশ হওয়ায় পর বাংলাদেশকে চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে বিভিন্ন খাতে। সেই চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুতি গ্রহণ করতে হবে এখনই এবং তা এড়াতে হবে সমন্বিতভাবে। উন্নত করতে হবে কর্মসংস্থান, দক্ষতার উন্নয়নসহ বিনিয়োগ পরিবেশ।
বুধবার শুরু হওয়া বাংলাদেশ উন্নয়ন ফোরাম-২০২০ এর বাণিজ্য সহায়তা এবং বেসরকারি খাতের অংশগ্রহণে শীর্ষক সেশনে বক্তারা এ কথা বলেন। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম এতে সভাপতিত্ব করেন। বাণিজ্য সচিব মো. জাফর উদ্দিন মূল উপস্থাপনা পেশ করেন। দুই দিনব্যাপী বিডিএফের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিডা চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম বলেন, বাংলাদেশ এলডিসি থেকে বেরিয়ে গেলে যে চ্যালেঞ্জ তৈরি হবে সেটি মোকাবিলায় সমন্বিতভাবে এগোতে হবে। বাণিজ্যের অবকাঠামো উন্নতি করার পাশাপাশি দক্ষজনশক্তি গড়ে তুলতে হবে।
বিশ্বব্যাংকের প্রতিনিধি ইউতাকা ইউশিনো বলেন, এদেশে আমদানি-রপ্তানির খরচ অনেক বেশি। তাছাড়া বাণিজ্যে সময়ও অন্য দেশের তুলনায় বেশি। প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বাণিজ্যের খরচ কমিয়ে আনতে হবে এবং বন্দর সক্ষমতাসহ দক্ষতার উন্নতি করতে হবে।
আনন্দবাজার/ টি এস পি