বিশ্বজুড়ে আতঙ্ক ছড়াচ্ছে চীনের মহামারী করোনা ভাইরাস। চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়া এ ভাইরাসে এখন পর্যন্ত ৫৬ জন মারা গেছেন।
আজ রবিবার দুপুর ১২টায় রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা জানান, করোনা ভাইরাস নিয়ে বাংলাদেশ তেমন উদ্বিগ্ন নয়। গোটাবিশ্বে ছড়িয়ে পড়া করোনা ভাইরাস নিয়ে আমরা উদ্বিগ্ন নই, বরং আমরা প্রস্তুত আছি।
তিনি জানান, কারও মধ্যে যদি এই রোগ চিহ্নত হয়। তাহলে তাদের জন্য আমরা প্রাথমিকভাবে কুর্মিটোলা হাসপাতালকে প্রস্তুত রেখেছি। এছাড়াও আমরা ইনফেকশন ডিজিজ হসপিটালকে প্রস্তুত করার প্রক্রিয়ায় আছি।
বর্তমান সময়ে বিশ্ব উৎকণ্ঠিত করোনা ভাইরাসে অস্ট্রেলিয়া, নেপাল, মালয়েশিয়া, সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, থাইল্যান্ড, ভিয়েতনাম, ফ্রান্স এবং যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে বেশ কয়েকজন আক্রান্ত হয়েছে বলে দেশগুলো নিশ্চিত করেছে।
আনন্দবাজার/এম.কে