ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

কেন্দ্রীয় ব্যাংকগুলোর কেনার প্রবণতায় বাড়তে পারে স্বর্ণের দাম

বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণ কেনার প্রবণতার কারণে বাড়তে পারে স্বর্ণের দাম। ২০১৯ সালে কেন্দ্রীয় ব্যাংকগুলোয় মূল্যবান স্বর্ণের চাহিদা অর্ধশতকের মধ্যে সর্বোচ্চে পৌঁছায়। চলতি বছর এই চাহিদা আরো বাড়তে পারে, যার প্রভাবে বাড়ার সম্ভাবনা রয়েছে এর দাম। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের (ডব্লিউজিসি) এক প্রতিবেদনে এ সম্ভাবনার কথা জানানো হয়েছে।

ডব্লিউজিসির তথ্য অনুযায়ী, ২০১৬ ও ২০১৭ সালে বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকে স্বর্ণের সম্মিলিত চাহিদা ছিল ৪০০ টনের কাছাকাছি। তবে ২০১৮ সালে এ চাহিদা এক ধাক্কায় ৬৫৬ টনে উন্নীত হয়, যা বিগত ৫০ বছরের মধ্যে সবচেয়ে বেশি।

ডব্লিউজিসি জানিয়েছে, ২০১৯ সালে বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক সব মিলিয়ে ৬৮৪ টন স্বর্ণ কিনেছে। সে হিসাবে, এক বছরের ব্যবধানে কেন্দ্রীয় ব্যাংকগুলোয় স্বর্ণের চাহিদা বেড়েছে ২৮ টন। এর মধ্য দিয়ে কেন্দ্রীয় ব্যাংকগুলোয় মূল্যবান ধাতুটির সম্মিলিত চাহিদায় আগের বছরের রেকর্ড ভেঙেছে।

ডব্লিউজিসির বিনিয়োগ গবেষণা বিভাগের পরিচালক জুয়ান কার্লোস আর্টিগাস বলেন, চলমান বাণিজ্যযুদ্ধের লাগাম টানতে এরই মধ্যে প্রথম পর্যায়ের চুক্তি সই করেছে চীন ও যুক্তরাষ্ট্র। এরপরও অনিশ্চয়তা থেকে বিনিয়োগকারীরা মুদ্রা কিংবা শেয়ারবাজারের তুলনায় স্বর্ণের প্রতি বেশি ঝুঁকছেন। অর্থনৈতিক মন্দার আশঙ্কা থেকে নিরাপদ বিনিয়োগ হিসেবে রাশিয়ার মতো দেশের কেন্দ্রীয় ব্যাংকও স্বর্ণ কেনা বাড়িয়ে দিয়েছে।

 

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন