শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

দরপতনে জ্বালানি তেলের সাপ্তাহিক বাজার

বর্তমানে অপরিশোধিত জ্বালানি তেলের বাজারে নিম্নমুখী প্রবণতা বহমান। বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) পণ্যটির দাম আগের দিনের তুলনায় ২ শতাংশ কমেছে। এছাড়া গেল সপ্তাহে জ্বালানি পণ্যটির গড় দাম এর আগের সপ্তাহের তুলনায় প্রায় ৫ শতাংশ কমেছে। খবর রয়টার্স।

এদিকে জ্বালানি তেলের শীর্ষ ভোক্তা দেশ চীনজুড়ে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। এখন পর্যন্ত রহস্যজনক ভাইরাসটির আক্রমণে দেশটিতে ২৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এছাড়া আক্রান্ত হয়েছে ৬০০ জনের বেশি। দ্রুত ছড়িয়ে পড়া এ ভাইরাসের প্রভাবে চীনের পর্যটন, জ্বালানি চাহিদা ও অর্থনৈতিক সম্ভাবনাকে সংকুচিত করে আনবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এর ফলে সামগ্রিকভাবে জ্বালানি তেলের চাহিদাও কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যা পণ্যটির দরপতনে বিশেষ প্রভাবক হিসেবে কাজ করছে। তবে যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের মজুদ হ্রাস পাওয়ার কারণে পণ্যটি বড় ধরনের পতনের হাত থেকে রক্ষা পেয়েছে।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারী) ভবিষ্যতে সরবরাহ চুক্তিতে প্রতি ব্যারেল ব্রেন্ট বেচাকেনা হয়েছে ৬২ ডলার শূন্য ৪ সেন্টে, যা আগের দিনের তুলনায় প্রায় ১ ডলার ১৭ সেন্ট বা ১ দশমিক ২ শতাংশ কম। এ সময় ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম দাঁড়িয়েছে ব্যারেলপ্রতি ৫৫ ডলার ৫৯ সেন্ট, যা আগের দিনের তুলনায় ১ ডলার ১৫ সেন্ট বা ২ শতাংশ কম।

আনন্দবাজার/শাহী

আরও পড়ুনঃ  অচলাবস্থার মেঘ কাটবে

সংবাদটি শেয়ার করুন