ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

কৃষি খাতে বিনিয়োগের আশ্বাস বিশ্বব্যাংক-মিশরের

সম্প্রতি বিশ্বব্যাংক ও মিশরের বিনিয়োগকারীরা বাংলাদেশের কৃষিপণ্য প্রক্রিয়াজাত ও বাণিজ্যিকীকরণে সহায়তার আশ্বাস দিয়েছেন। সেই সাথে তারা বাংলাদেশের কৃষি খাতে বিনিয়োগেরও আগ্রহ প্রকাশ করেছেন।

আজ কৃষি দপ্তরে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাকের সাথে সাক্ষাত করে এই আগ্রহ প্রকাশ করেন অনুশীলন ব্যবস্থাপক লরাইন রনচি ও মিশরের রাষ্ট্রদূত ওয়ালিদ আহমেদ শামসেলদিন।

মিশরের রাষ্ট্রদূত এই বিষয়ে জানান, মিশরের বিনিয়োগকারীদের আগ্রহ রয়েছে বাংলাদেশে বিনিয়োগের জন্য। এসময় বাংলাদেশের সাথে মিশরের অর্থনৈতিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ, কৃষি ও পর্যটন বিষয়ে সাধ্যমতো কাজ করার প্রতিশ্রুতি দেন রাষ্ট্রদূত।

আরও পড়ুনঃ দুই স্টক এক্সচেঞ্জেই নতুন এমডি

এই ব্যাপারে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, ঢাকা ও কায়রোর মধ্যে বোঝাপড়াটা ভালো ও সম্পর্কটাও অনন্য উচ্চতায়।আমাদের কৃষিপণ্যের নতুন বাজার খুঁজছি আমরা । বাংলাদেশ ব্যবসা ও বাণিজ্য দু’দেশের সম্পর্কের সব সম্ভাবনাকে কাজে লাগতে সচেষ্ট রয়েছে । এ পরিপ্রেক্ষিতে বাংলাদেশের কৃষি খাতে বিনিয়োগের বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন রাষ্ট্রদূত। এছাড়া রোহিঙ্গা ইস্যুতে মিশরের উদ্বেগ ও উৎকণ্ঠার কথাও জানান মিশরের রাষ্ট্রদূত।

এ সময় কৃষিমন্ত্রী টেকসই প্রবৃদ্ধি অর্জনে জলবায়ু পরিবর্তন ও তা মোকাবিলায় অভিযোজন কার্যক্রমে কৃষি মন্ত্রণালয়ের উদ্যোগ ও আগামী দিনের কর্মপরিকল্পনা তুলে ধরেন । বিশ্বব্যাংকের প্রতিনিধি দলে আরও ছিলেন প্রবীণ কৃষি অর্থনীতিবিদ সামিনা ইয়াসমিন ও  ক্রিশ্চান বার্জার  প্রমুখ।

আনন্দবাজার/এইচ.এস.কে

 

সংবাদটি শেয়ার করুন