ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

১২০০ টাকায় বিক্রি হচ্ছে ৬০ টাকার পেয়াজের চারা

পেয়াজের দাম যেন কমছেই না। সম্প্রতি পেয়াজের সাথে তাল মিলিয়ে পেয়াজের চারাতেও লেগেছে নতুন আগুন। গত বছর মানভেদে পেয়াজের চারার দাম ছিল ৬০ থেকে ৮০ টাকা। কিন্তু এখন সেই চারার দাম বেড়ে হয়েছে ৮০০ থেকে ১২০০ টাকা।

এই কারণে জমিতে পেঁয়াজের চাষ করতে হিমশিম খাচ্ছেন কৃষকরা। তবে জেলা কৃষি বিভাগ জানিয়েছে এ বছর দাম বাড়লেও পেঁয়াজের চাষ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। জানা গেছে, গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বিভিন্ন চর থেকে আনা পেঁয়াজের ৮০টি চারা পুরাতন ফুলছড়ি হাটে ৮০০ থেকে ১২০০ টাকায় বিক্রি করা হচ্ছে।

আরও পড়ুনঃ গণতন্ত্র সূচকে আট ধাপ এগিয়েছে বাংলাদেশ

এই ব্যাপারে সাঘাটা উপজেলা উপ-সহকারী কৃষি অফিসার দেবাষিশ চন্দ্র মোদক বলেন, এ বছর পেঁয়াজের চারার দাম অনেক বেশি। বরাদ্দ না থাকায় চাহিদা অনুযায়ী পেঁয়াজের চারা বা বীজ সরকারিভাবে কৃষকদের দেয়া সম্ভব না। এরপরেও সাঘাটা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের মশলার ফসলের প্রদর্শনীতে উপজেলায় ৫ কৃষককে ৫ কেজি পেঁয়াজের বীজ ও সারসহ বিভিন্ন উপকরণ দেয়া হয়েছে।

কারন উল্লেখ করে তিনি আরও বলেন,গত বছর জানুয়ারিতে পেঁয়াজের দাম কম ছিল। তাই চারার দামও কম ছিল। এ বছর পেঁয়াজের দাম বেশি। তাই চারার দামও বেশি।

আনন্দবাজার/এইচ.এস.কে

সংবাদটি শেয়ার করুন