চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে র্পূব ঘটনার জের ধরে শাখা ছাত্রলীগের দুই কর্মীকে পিটিয়ে আহত করছে অপর পক্ষের কর্মীরা।বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়ন্ট সংলগ্ন একটি খাবারের দোকানে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, মাহফুজুল হুদা লোটাস ও ইব্রাহীম খলিল মুকুল। তাদের একজনকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
জানা যায়, আহতরা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু ও শাট্টল ট্রেইনের বগি ভিত্তিক সংগঠন সিক্সটি নাইনের কর্মী আর অপর পক্ষ ছাত্রলীগের সাবেক উপ-বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক রকিবুল হাসান দিনার ও রেড সিগন্যাল এর কর্মী। তবে উভয় পক্ষই চসিক মেয়র আ জ ম নাসির উদ্দিন এর অনুসারী হিসেবে পরিচিত।
গত সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে প্রক্টরের সামনেই রেড সিগন্যাল এর দুই কর্মীকে মারধর করে সিক্সটি নাইনের কর্মীরা। এর জেরে বুধবার সিক্সটি নাইনের দুই কর্মীকে খাবারের হোটেলে মারধর করে আরএস এর কর্মীরা। এরপর প্রায় দুই ঘন্টা মূল ফটক ও শাটল ট্রেইন অবরোধ করে রাখে সিক্সটি নাইনের কর্মীরা। অবরোধ এর কারণে বিপাকে পরে শহরগামী শিক্ষার্থীরা।
জানতে চাইলে রেড সিগন্যাল এর নেতা রকিবুল হাসান দিনার আনন্দবাজারকে বলেন, গত সোমবার প্রক্টর অফিসের ঘটনার কোনো সমধান না করে সিক্সটি নাইন পক্ষের কর্মীরা আমাদের নেতা কর্মীদের বিভিন্নভাবে উত্যক্ত করছিলো। যার প্রেক্ষিতে এ ঘটনা ঘটতে পারে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সিক্সটি নাইন পক্ষের নেতা ইকবাল হোসেন টিপু বলেন , রেড সিগনাল পক্ষের কর্মীরা অতর্কিত হামলা করেছে। বিষয়টি আমরা দেখছি। উভয়কেই শান্ত থাকতে বলা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রিফাত রহমান দৈনিক আনন্দবাজারকে বলেন , আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি । পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।
আনন্দবাজার/শহক