শেয়ার বাজারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হস্তক্ষেপ করায় দরপতনের সমস্যার সমাধান হবে বলে বিশ্বাস ঢাকার ব্যবসায়ীদের সংগঠন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। আজ সোমবার (২০ জানুয়ারি) ডিসিসিআই কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি শামস মাহমুদ এ কথা বলেন।
এই ব্যাপারে প্রধানমন্ত্রী গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে নিজ কার্যালয়ে বৈঠক করেন। আর এই বৈঠকের পরেই রাষ্ট্রায়ত্ত চার ব্যাংকের পক্ষ থেকে শেয়ারবাজারে বিনিয়োগ বাড়ানোর ঘোষণা দেয়া হয়।
চলতি বছরের ৫ জানুয়ারি থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত দেশের শেয়ারবাজারে বড় ধরনের দরপতন ঘটে। এ সময়ে লেনদেন হওয়া আট কার্যদিবসের মধ্যে সাত কার্যদিবসেই বড় পতন হয়। তাই ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান মূল্য সূচক ৪২৩ পয়েন্ট কমে যায়। এতে বিনিয়োগকারীরা অনেক ক্ষতিগ্রস্থ হন। এতে শেয়ার বাজার থেকে বিনিয়োগকারীদের বিশ্বাস উঠে যায় এবং অনেকেই বিনিয়োগ করা বন্ধ করে দেন। এরই পরিপ্রেক্ষিতেই শেয়ারবাজারের বিষয়ে হস্তক্ষেপ করেন প্রধানমন্ত্রী।
আনন্দবাজার/এইচ.এস.কে