ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন মিলিয়ে এবার মোট খরচ ধরা হয়েছে ৬০ কোটি টাকা। যা গত সিটি করপোরেশন নির্বাচনের খরচের তিনগুণ। নির্বাচন পরিচালনা, আইন-শৃঙ্খলা ও প্রশিক্ষণ মিলিয়ে ব্যয়ের এই প্রাথমিক বাজেট করেছে নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের কর্মকর্তারা জানান, দুই সিটির নির্বাচন পরিচালনায় প্রায় ১৯ কোটি টাকা, আইন-শৃঙ্খলা খাতে ‘পরিস্থিতি বিবেচনায়’ ২২ থেকে ২৫ কোটি টাকা এবং প্রশিক্ষণ খাতে অন্তত ১৬ কোটি টাকা ব্যয় বরাদ্দ রয়েছে। ভোট শেষে সব ব্যয় সমন্বয় করে এবার খরচ দাঁড়াতে পারে ৬০ কোটি টাকার মত।
কর্মকর্তারা আরও জানান, এবারই প্রথম পুরো ঢাকায় ইভিএমে ভোট হচ্ছে। প্রায় ৩৫ হাজার ইভিএম তৈরি রাখা, এ নিয়ে প্রশিক্ষণ, প্রচার ও উপকরণ সংগ্রহে ব্যয় অনেক বেড়েছে। এবার ভোটগ্রহণ কর্মকর্তাদের সম্মানী গত নির্বাচনের চেয়ে দ্বিগুণ করা হয়েছে বলেও জানিয়েছে নির্বাচন কমিশন।
৫০ হাজারের বেশি ভোটগ্রহণ কর্মকর্তার ভাতা ও প্রশিক্ষণ; ভোট কেন্দ্রে সশস্ত্রবাহিনীর কারিগরি টিম; প্রায় ২৫ হাজার পুলিশ সদস্য, ১ হাজার এপিবিএন সদস্য ও ৩৫ হাজার আনসার সদস্য; বিজিবি-র্যাবসহ আইন শৃঙ্খলাবাহিনীর সদস্যদের বাজেট; নির্বাহী ও বিচারিক হাকিম; রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এবং পরিবহন ও জ্বালানিসহ বিভিন্ন খাতে মোট ব্যয়ের এই হিসাব ধরা হয়েছে।
আনন্দবাজার/ডব্লিউ এস