শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

ফুটবল খেলায় হেড নিষিদ্ধ!

হেড ছাড়া ফুটবল খেলা কি সম্ভব? যেভাবেই হোক, মাথায় বল ঠেকানো যাবে না। স্কটিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) কচি-কাচা ফুটবলারদের উপর হেডে নিষেধাজ্ঞা জারি করেছে।

স্কটল্যান্ডের সাবেক অনেক ফুটবলার ডিমেনশিযা রোগে আক্রান্ত। এই রোগে আক্রান্ত রোগীদের মৃত্যুর ঝুঁকি দিন দিন বাড়ছে। সেজন্য এরকম সিদ্ধান্ত নিয়েছে এফএ।

অবশ্য ২০১৬ সাল থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রে বয়স ভিত্তিক ফুটবলে হেড নিষিদ্ধ। ১০ বছরেরে কম বয়সী ফুটবলারদের হেড শেখাতে মানা করে দেওয়া হয়েছে কোচদের। এমনকি ম্যাচে কোনও ফুটবলার ইচ্ছাকৃত ভাবে হেড দিলে বিপক্ষ দলকে ফ্রি কিক দেওয়া হয়। ১১ ও ১২ বছর বয়সী ফুটবলারদের আবার এ নিষেধাজ্ঞা নেই।

ইউরোপের প্রথম দেশ হিসেবে স্কটল্যান্ড হেডের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। এরকম ভাবে চলতে থাকলে একদিন ফুটবল খেলা থেকে হেড একদম হারিয়ে যাবে।

আনন্দবাজার/এস.কে

আরও পড়ুনঃ  জয়পুরহাটে এতিমখানায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

সংবাদটি শেয়ার করুন