বৈশ্বিক জলবায়ু পরিবর্তন রুখতে ও গ্রীনহাউজ গ্যাসের নিঃসরণ কমাতে জার্মানি কয়লার আমদানি কমিয়েছে। গতবছর জার্মানি আন্তর্জাতিক বাজার থেকে মোট ৪ কোটি ২ লাখ টন কঠিন কয়লা আমদানি করেছে, যা ২০১৮ সালের তুলনায় ১৪ দশমিক ৭ শতাংশ কম।
জার্মানিতে সবচেয়ে বেশি কয়লা ব্যবহার হয় বিদ্যুৎ উৎপাদন খাতে। জার্মানির লবি গ্রুপ ভিডিকেআইয়ের তথ্য অনুযায়ী, ২০১৯ সালে খাতটি সব মিলিয়ে ২ কোটি ৬৮ লাখ টন কয়লা কিনেছে, যা আগের বছরের তুলনায় ১৭ দশমিক ৪ শতাংশ কম। গত বছর দেশটির বিদ্যুৎ উৎপাদনে কয়লার পরিমাণ ছিল ২৯ শতাংশ, যা আগের বছরের তুলনায় ৯ শতাংশ কম। এদিকে গত বছর দেশটির ইস্পাত খাত মোট ১ কোটি ১৫ লাখ টন কোকিং কোল আমদানি করেছে, যা আগের বছরের তুলনায় ৭ দশমিক ৯ শতাংশ কম।
ভিডিকেআইয়ের ম্যানেজিং ডিরেক্টর ফ্যাঞ্জ-জোসেফ উডোপিয়া বলেন, নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারের পাশাপাশি প্রাকৃতিক গ্যাসের সঙ্গে কয়লার দামের তফাৎ কমে আসা ও মানুষের সচেতনতা বৃদ্ধির ফলে কয়লার ব্যবহার হ্রাস পাচ্ছে।
সূত্র – ডয়েচ ভেলে
আনন্দবাজার/জায়েদ