গাজীপুরে টঙ্গীর তুরাগ পাড়ের ময়দানে তাবলিগ জমায়েত আয়োজিত ৫৫তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিতে জড়ো হচ্ছেন দেশ-বিদেশের ধর্মপ্রাণ মুসুল্লিরা। দ্বিতীয় পর্ব পরিচালনা করবেন মাওলানা সাদ অনুসারিরা। শুক্রবার (১৭ জানুয়ারি) বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হবে দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিকতা।
ঘন কুয়াশার মধ্যে কনকনে শীত উপেক্ষা করে গত বুধবার (১৫ জানুয়ারি) থেকে তুরাগ ময়দানে আসতে শুরু করেছেন মুসুল্লিরা। প্রত্যেকেই নিজ নিজ খিত্তায় অবস্থান নিচ্ছেন তারা। বিভিন্ন যানবাহনে করে তাদের প্রয়োজনীয় জিনিসপএ সঙ্গে নিয়ে দলে দলে মুসুল্লিরা অবস্থান নিচ্ছেন ইজতেমা ময়দানে। বিশেষ করে রান্না-বান্নার প্রয়োজনীয় সরঞ্জাম রয়েছে তাদের সঙ্গে। দ্বিতীয় পর্বেও দেশের ৬৪ জেলার মুসুল্লি অংশগ্রহন করতে পারবেন। ধর্মপ্রাণ মুসুল্লিরা বিশ্ব মাওলানাদের বয়ান শুনতে ও ইবাদত করতে এখানে জড়ো হচ্ছেন।
আগামী রোববার (১৯ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় ও শেষ পর্ব।
এদিকে বিশ্ব ইজতেমায় মাওলানা সাদ অনুসারি মুরুব্বি আব্দুল্লাহ শাকিল জানান, তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে অংশ নিতে দেশ-বিদেশের লাখ লাখ মুসুল্লি ময়দানের দিকে আসছেন। এছাড়া দ্বিতীয় পর্বে লাখো মুসুল্লি অংশ নেবেন বলে আশা করছেন আয়োজকরা।
শুক্রবার (১৭ জানুয়ারি) বাদ ফজর আম বয়ানের মধ্য দিয়ে শুরু হবে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। রোববার (১৯ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের বিশ্ব ইজতেমার দ্বিতীয় ও শেষ পর্ব।
আনন্দবাজার/শাহী