”ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ।” – এ প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটে আনুষ্ঠানিক ভাবে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (৩১ জুলাই) এ উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তরের উদ্যোগে সকালে জয়পুরহাট জেলা প্রশাসক সম্মেলন কক্ষে উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সফল উদ্যোক্তা ও মৎস্য চাষীদের পুরস্কৃত করা হয়।
জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজীর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কেএমএ মামুন খান চিশতী, জেলা আওয়ামী লীগ সভাপতি আরিফুর রহমান রকেট ও সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল।
আলোচনা সভা শেষে জেলা কালেক্টরেট ক্যাম্পাস চত্বর সংলগ্ন সরকারি পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়।
উল্লেখ্য, আগামী ৫ই আগস্ট এ মৎস্য সপ্তাহের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠিত হবে।