ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

জয়পুরহাটে জেলা প্রশাসনের ঐতিহাসিক ৭ই মার্চ দিবস পালিত

যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচিতে ঐতিহাসিক ৭ই মার্চ দিবস-২০২৪ ‘ পালিত হয়েছে।এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল ৮টায়- জেলা প্রশাসনের উদ্যোগে শহরের জয়পুরহাট শহীদ ডা.আবুল কাশেম ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে (প্রতিকৃতিতে) আনুষ্ঠানিক ভাবে প্রথম পুষ্পার্ঘ্য দর্পণ করেন- ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মহীউদ্দিন জাহাঙ্গীর। এরপর একে একে পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম, জেলা আওয়ামী লীগ সভাপতি আরিফুর রহমান রকেট, জয়পুরহাট- ১ আসনের সংসদ সদস্য এডভোকেট শামসুল আলম দুদুর পক্ষ থেকে জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রাজা চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন সহ বিভিন্ন সামাজিক -সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধুর মুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।

জেলা প্রশাসন গৃহীত দিবসের অন্যান্য কর্মসূচির মধ্যে ছিল সকাল ১০টায়- জেলা শিশু একাডেমিতে স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থী (শিশু) ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ও উন্মুক্ত বিষয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ।

বিকাল ৪টায়- জয়পুরহাট শিল্পকলা একাডেমী মিলনায়তনে ৭ই মার্চ এর ঐতিহাসিক ভাষণের ওপর আলোচনা সভা, বঙ্গবন্ধুর কর্মময় জীবন ভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান, শিক্ষার্থীদের বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ এবং সন্ধ্যায় শহীদ ডাক্তার আবুল কাশেম ময়দানে- বঙ্গবন্ধুর ওপর বিশেষ ডকুমেন্টারি এবং চলচ্চিত্র ও আলোকচিত্র প্রদর্শনী।

সংবাদটি শেয়ার করুন