শুরু হতে যাচ্ছে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই লক্ষে আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টায় ভারতের উদ্দেশে দেশ ছাড়বে বাংলাদেশের নারী ক্রিকেটাররা।
তবে এর আগে ৪ দলের অংশগ্রহণে একটি টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশের নারী ক্রিকেট দল। টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে ভারতের পাটনায়। জানা যায়, এই টুর্নামেন্টে থাইলেন্দ,ভারত ‘এ’, এবং ভারত ‘বি’ দলের বিপক্ষে খেলবেন নারী ক্রিকেট দল।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) গত সোমবার এই টুর্নামেন্টের জন্য ১৮ সদস্যের একটি দল ঘোষণা করেছে। কিন্তু এই দলে ইনজুরির কারণে থাকছেন না দলের সেরা অলরাউন্ডার রোমানা আহমেদ। বেশ অনেকদিন ধরেই তিনি ইনজুরির কারনে জাতীয় দলের বাইরে আছেন। তাই তিনি এই টি-টোয়েন্টি বিশ্বকাপেও খেলবেন না।
আনন্দবাজার/এইচ.এস.কে