গাজীপুরের পিরুজালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের দুইটি কক্ষ এবং কক্ষে থাকা কম্পিউটার, আইপিএস ও আসবাবপত্রসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন জানিয়েছেন আগুনে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। মঙ্গলবার (০২ জানুয়ারী) দিবাগত মধ্যরাতে সদর উপজেলার পিরুজালী (সরকারপাড়া) বাজারে ইউনিয়ন পরিষদের অস্থায়ী কার্যালয়ে আগুনের ঘটনা ঘটে।
বুধবার (০৩ জানুয়ারী) সকাল ১০ টায় গাজীপুরের জেলা প্রশাসক ডিসি আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম এবং গাজীপুরের পুলিশ সুপার (এসপি) কাজী শফিকুল আলমসহ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পিরুজালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জালাল উদ্দিন জানান, রাত সাড়ে ১২টার দিকে পরিষদের ডিজিটাল সেন্টারে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। পরে তা দ্রæত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং পাশে থাকা সচিবের কক্ষে ছড়িয়ে পড়ে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ারসার্ভিসের কর্মীরা এবং এলাকাবাসীদের সহযোগীতায় নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে অফিস কক্ষে থাকা গুরুত্বপূর্ণ কাগজপত্র, সিল ও আসবাবপত্রসহ ডিজিটাল কক্ষের ৯টি ল্যাপটপ, ৩টি ডেক্সটপ, ৩টি আইপিএস অন্যান্য গুরুত্বপূর্ণ কাগজপত্রসহ মামলামাল পুড়ে যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ধারণা করা হচ্ছে আনুমানিক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়ে থাকতে পারে।
গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, আগুন লাগার খবর পেয়ে বুধবার সকালেই পিরুজালী ইউনিয়ন পরিষদের কার্যালয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গাজীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল হককে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এক কার্যদিবেসের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক (ডিএডি) আব্দুল্লাহ্ আল আরেফিন জানান, খবর পাওয়ার পর জয়দেবপুর ফায়ার স্টেশনের ২টি ইউনিটের কর্মীরা প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে আসবাবপত্র, কম্পিউটার ও প্রয়োজনীয় সবকাগজপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। তাৎক্ষনিকভাবে অগ্নিকান্ডের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ণয় করা সম্ভব হয়নি। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।