ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরকে কেন্দ্র করে উত্তাল হয়ে উঠছে কলকাতা। গতকাল রোবরার পশ্চিম বঙ্গের রাজধানী কলকাতায় প্রায় ৩০ হাজার মানুষ মোদির আগমনের বিরোধীতা করে রাজপথে বেরিয়ে আসে।
সম্প্রতি নাগরিকত্ব সংশোধন বিল নিয়ে পুরো ভারত জুড়েই প্রতিবাদ চলছে। প্রতিবাদে শুরু থেকেই সরব ছিল কলকাতা। এর মধ্যে প্রধানমন্ত্রী মোদির কলকাতা সফর যেন আন্দোলনে ঘি ঢেলে দিল।
হাজারো মানুষ এয়ারপোর্টের বাইরে জড়ো হয়ে চিৎকার করে স্লোগান দিচ্ছে “আমরা ফ্যাসিজমের বিরুদ্ধে”, “মোদি ফিরে যাও”।
আন্দোলনে আসা নারী সুনিতা রায় বলেন, “আমরা ভারতের ভবিষ্যতের জন্য লড়াই করছি।”
ভারতের ক্ষমতাসীন শাসকগোষ্ঠী বিজেপি প্রস্তাবিত নাগরিকত্ব সংশোধন বিল এবং নাগরিকত্ব রেজিস্ট্রার নিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েছে দলটি। সমালোচকেরা বলছেন এই দুইটি বিলই সংখ্যালঘু মুসলিমদের স্বার্থবিরোধী।
সূত্র – এএফপি
আনন্দবাজার/জায়েদ