ঢাকা | শুক্রবার
১৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ,
২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

আমার ছেলে সক্রিয় রাজনীতি বোঝে না, সবার সহযোগিতা প্রয়োজন: সাকিবের বাবা

আমার ছেলে সক্রিয় রাজনীতি বোঝে না, সবার সহযোগিতা প্রয়োজন সাকিবের বাবা

মাগুরা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী ও জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসানের বাবা খন্দকার মাশরুর রেজা কুটিল দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে মাগুরা জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় বলেন, ‘আমরা মনেপ্রাণে আওয়ামী লীগ। গত নির্বাচনে আমি আওয়ামী লীগের হয়ে ভোট চেয়েছি। আমার ছেলে সক্রিয় রাজনীতি হয়তো বোঝে না। আমার ছেলে এবার আওয়ামী লীগ থেকে মাগুরা-১ আসনে মনোনয়ন পেয়েছে। সবার সহযোগিতা দরকার।’

সাকিবের মনোনয়ন পাওয়ায় এ আসনে বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরের মনোনয়ন বঞ্চিত হওয়া নিয়ে জেলা আওয়ামী লীগে মতবিরোধের গুঞ্জন ওঠে। সোমবার (২৭ নভেম্বর) এমন খবর গণমাধ্যমে প্রকাশ হলে আজ এ বর্ধিত সভা করে জেলা আওয়ামী লীগ।

সভায় নির্বাচনে সাকিবকে সমর্থন দিয়ে নৌকাকে বিজয়ী করতে আহ্বান করেছেন সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর। এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু বলেন, বর্তমান সংসদ সদস্য আমাদের সবাইকে একযোগে কাজ করার আহ্বান করেছেন সাকিবের পক্ষে। সাকিব কাল (বুধবার) আসবে। আমরা তাকে নির্বাচনের আচরণবিধি মেনে গ্রহণ করার প্রস্তুতি নিচ্ছি।

সংবাদটি শেয়ার করুন