ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

নীলফামারীতে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

নীলফামারীতে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

নীলফামারী সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে ’২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবিবার দুপুর তিনটায় সরিষা, গম, ভূট্টা, শীতকালীন পেঁয়াজ, সয়াবিন ও মুগডাল ফসলের জন্য বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আওয়ামীলীগ সরকার বিনামূল্যে সার ও বিভিন্ন ফসলের বীজ বিতরণ অব্যাহত রেখেছেন। শুধু তাই না তিনি কৃষি ও কৃষক বান্ধব সরকার বলেই সব সময় কৃষকের পাশে রয়েছে। কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করেছেন।

সদর উপজেলা কৃষি অফিসের হল রুমে সহকারী কমিশনার ভূমি ইবনুল আবেদীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আতিক আহমেদ, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ বকুল ইসলাম, হুমায়রা বিনতে আলীসহ উপজেলা কৃষি অফিসে উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দরা।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আতিক আহমেদ জানান, সদর উপজেলার ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার ৪৫২০ কৃষকের মাঝে সরিষা, গম, ভূট্টা, শীতকালীন পেঁয়াজ, সয়াবিন ও মুগডাল ফসলের বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন