ঢাকা | বুধবার
২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

মান্দায় এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত

মান্দায় এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত

নওগাঁর মান্দায় নকলমুক্ত পরিবেশে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পúতিবার (১৭ আগস্ট) সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রথম দিনের বাংলা (আবশ্যিক) ১ম পত্র বিষয়ের পরীক্ষা শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।

জানা গেছে, মান্দা মমিন শাহানা সরকারি ডিগ্রি কলেজ কেন্দ্রে ৪৬৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৫ জন, গোটগাড়ী শহীদ মামুন সরকারি হাইস্কুল ও কলেজ কেন্দ্রে ৬০১ জন পরীক্ষার্থীর মধ্যে ১৪ জন, মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ কেন্দ্রে ৪৭৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১১ জন এবং চকউলী ডিগ্রি কলেজ কেন্দ্রে কেন্দ্রে ৩৯৫ জন পরীক্ষার্থীর মধ্যে ৪ জন অনুপস্থিত ছিলেন।

এসময় মান্দা মমিন শাহানা সরকারি ডিগ্রী কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যক্ষ বেদারুল ইসলাম মকুল, গোটগাড়ী শহীদ মামুন সরকারি হাইস্কুল ও কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী প্রধান শিক্ষক মাহফুজা খাতুন, মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) অনুপ কুমার মহন্ত, চকউলী ডিগ্রি কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপাধ্যক্ষ হারুনুর রশিদ প্রাং বলেন, অবাধ, সুষ্ঠু এবং নকলমূক্ত পরিবেশে পরীক্ষা নিতে আমরা বদ্ধ পরিকর।

এব্যাপারে মান্দা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহ্ আলম সেখ বলেন,পরীক্ষা চলাকালীন সময়ে যেনো কোন রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে ব্যাপারে আমরা ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করেছি।

সংবাদটি শেয়ার করুন