ফরিদপুরে একটি নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এসময় কারখানার মালিক মো. রাসেল চোকদারকে (৩৫) বিশ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
সোমবার (০৭ আগস্ট) দুপুর ১ টার দিকে ফরিদপুর শহরের গোয়ালচামট এলাকার মিয়াপাড়া সড়কে অবস্থিত ওই কারখানায় এ অভিযান চালানো হয়।
রাসেল চোকদার জেলা সরদারের বিলনালিয়া এলাকার বসিরউদ্দিন চোকদারের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় কারখানা থেকে সাড়ে চার লাখ টাকা মূল্যের নকল প্রসাধনী জব্দ করা হয়। সেখানে দেশী-বিদেশী ১২ ধরনের নকল প্রসাধনী তৈরি করা হতো।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুজ্জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নকল প্রসাধনী তৈরির ওই কারখানায় এ অভিযান চালানো হয়। এসময় অবৈধভাবে দেশি-বিদেশি বিভিন্ন বিখ্যাত ব্র্যান্ডের প্রসাধনী নকল প্রস্তুত করার অপরাধে কারখানা মালিক ২০ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।
আনন্দবাজার/শহক