ফাইভজি ল্যাপটপ উন্মোচন করেছে লেনোভো। এটি বিশ্বের প্রথম ইয়োগা ফাইভজি মডেলের ল্যাপটপ। লাস ভেগাসে কনজিউমার ইলেক্ট্রনিক একটি শোতে ইয়োগা ফাইভজি মডেলের ল্যাপটপটি সম্পর্কে বিস্তারিত জানানো হয়।
পূর্বে তাইওয়ানে অনুষ্ঠিত কম্পিউটেক্স ২০১৯ প্রদর্শনীতে ইয়োগা ফাইভজির ডামি সংস্করণ দেখানো হয়।
আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণার আগে এটি ‘প্রজেক্ট লিমিটলেস’ নামে পরিচিত ছিলো। টু-ইন-ওয়ান ল্যাপটপটি চাইলে ট্যাব হিসেবেও ব্যবহার করা যাবে। এতে থাকা কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮সিএক্স প্ল্যাটফর্মে রয়েছে বিল্ট-ইন ফাইভজি সাপোর্ট।
লেনোভোর দাবি, ৪ জিবিপিএস স্পিডে সহজেই ডাউনলোড করা যাবে ভারি ফাইল। ল্যাপটপটিতে ২৪ ঘণ্টার ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। ১৪ ইঞ্চির ফুল এইচডি ল্যাপটপটিতে আছে কোয়ালকমের অ্যাড্রিনো ৬৮০ গ্রাফিক্স ও ডলবি অ্যাটমোস প্রযুক্তির স্টেরিও স্পিকার।
এর ওজন ১ কেজি ৩০০ গ্রাম। চলতি বছরের প্রথম দিকেই ল্যাপটপটি বাজারে আসবে। দাম শুরু হবে ১৫শ’ ডলার (১ লাখ ২৫ হাজার ৯১৬ টাকা) থেকে। উত্তর আমেরিকায় ল্যাপটপটি বাজারে আসবে লেনোভো ফ্লেক্স ফাইভজি নামে।
আনন্দবাজার/ইউএসএস