ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

চাল রপ্তানি বেড়েছে পাকিস্তানে

পাকিস্তানে চাল রপ্তানি বেড়েছে। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে যে পরিমাণ চাল রপ্তানি হয়েছে তা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় তুলনামূলক বেশি। দেশটিতে চাল রপ্তানি বৃদ্ধি পেয়েছে ৩৮ দশমিক ৫৮ শতাংশ প্রায়।

পাকিস্তান ব্যুরো অব স্ট্যাটিস্টিকসের (পিবিএস) সাম্প্রতিক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রো পাকিস্তানির তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-নভেম্বর পর্যন্ত পাকিস্তান থেকে ১৬ লাখ ১ হাজার টন চাল রপ্তানি হয়েছে, যা থেকে দেশটির আয় ৮৩ কোটি ৫৬ লাখ ৮৬ হাজার ডলার। যেখানে গত বছরের একই সময় দেশটির রপ্তানি ছিল ১১ লাখ ১৫ হাজার টন, যা থেকে তখন দেশটি ৬০ কোটি ৩১ লাখ ৪৯ হাজার ডলার আয় করেছে।

বর্তমানে পাকিস্তান থেকে সবচেয়ে বেশি রপ্তানি হয়েছে বাসমতি চাল। গত বছরের যুগপৎ তুলনায় এ সময় বাসমতি চালের রপ্তানি ৬১ দশমিক ৪৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

 

 

আনন্দবাজার/ইউএসএস

সংবাদটি শেয়ার করুন