শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বিপিএল খেলতে ঢাকায় গেইল

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শুরুর আগে থেকেই ক্রিস গেইল ঘিরে তৈরি হয়েছিল নানান নাটক। তবে সব নাটকের অবসান ঘটিয়ে বিপিএল খেলতে ঢাকা এসেছেন টি-টোয়েন্টি ক্রিকেটের এই দানব।

বঙ্গবন্ধু বিপিএল মাতাতে আজ সোমবার সকাল ১০টার দিকে ঢাকায় পা রাখেন ক্যারিবীয় তারকা। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের জার্সিতে মাঠে দেখা যাবে ‘ইউনিভার্স বস’ খ্যাত গেইলকে।

আগামীকাল মঙ্গলবার রাজশাহী রয়্যালসের মুখোমুখি হবে চট্টগ্রাম। সবকিছু ঠিকঠাক থাকলে বিপিএলের শেষ পর্বের প্রথম ম্যাচে দেখা যাবে এই ক্যারিবিয়ান মহাতারকাকে। ইতিমধ্যে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স বিপিএলের প্লে-অফে জায়গা নিশ্চিত করে নিয়েছে।

বিপিএলে নিয়মিতই অংশগ্রহণ করে আসছেন ক্রিস গেইল। ৩৮ ম্যাচে খেলে ১ হাজার ৩৩৮ রান করেছেন গেইল। টুর্নামেন্টে সর্বোচ্চ পাঁচটি সেঞ্চুরি আছে তার। হাঁকিয়েছেন ১২০টি ছক্কা।

আনন্দবাজার/এম.কে

আরও পড়ুনঃ  ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

সংবাদটি শেয়ার করুন