ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জ ৪২ গ্রাহকের ৩ কোটি ৪৩ লাখ ৪০ হাজার ৭৪ টাকা ফেরত দিতে কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
বুধবার (২৮ ডিসেম্বর) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এ এস এম সায়েম আলী পাঠান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।
স্বরাষ্ট্র সচিব, বাণিজ্য সচিব, আইন সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, বিএফআইউ প্রধান, পুলিশ মহাপরিদর্শক, এসএলএল কমার্সের ব্যবস্থাপনা পরিচালক, ই-অরেঞ্জের পৃষ্ঠপোষক শেখ সোহেল রানা, স্বত্বাধিকারী সোনিয়া মেহজাবিন, বিথী আক্তার ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো.আমান উল্লাহ চৌধুরীকে রুলের জবাব দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, ২০২১ সালের বিভিন্ন সময়ে বিভিন্ন পণ্য ক্রয়ের জন্য ৪২ জন গ্রাহক ৩ কোটি ৪৩ লাখ ৪০ হাজার ৭৪ টাকা পরিশোধ করেন। টাকা পরিশোধ করলেও পণ্য সরবরাহ না করায় গ্রাহকরা এ রিট করেন। এ রিটের প্রাথমিক শুনানি নিয়ে রুল জারি করেন হাইকোর্ট।
আনন্দবাজার/কআ