বাংলাদেশ কনস্যুলেট জেনারেল হংকং সহজে এবং দ্রুততর সময়ের মধ্যে প্রবাসী বাংলাদেশীদের সেবা প্রদানে বদ্ধপরিকর। কনস্যুলার সেবা বিষয়ে এ ধরণের মতবিনিময় সভা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন কনসাল জেনারেল ইসরাত আরা।
বুধবার (২৮ ডিসেম্বর) হংকংস্থ প্রবাসী বাংলাদেশীদের সাথে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল ‘কনস্যুলার সেবা’ শীর্ষক একটি মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। কনস্যুলেটের কনসাল মো: কামরুল হাসানের সঞ্চালনায় সভায় কনসাল জেনারেল ইসরাত আরা, কনস্যুলেটের কর্মকর্তা ও কর্মচারীগণ এবং বাংলাদেশ এসোসিয়েশন অব হংকং এর নেতৃবৃন্দ, হংকংস্থ বিভিন্ন সংগঠন ও বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিবর্গসহ প্রবাসী বাংলাদেশীগণ উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় বাংলাদেশ কনস্যুলেট জেনারেল হংকং থেকে প্রদত্ত কনস্যুলার সেবা সমূহের সংক্ষিপ্ত পরিচিতি এবং সেবা প্রাপ্তির প্রক্রিয়াসমূহ তুলে ধরা হয়। একই সাথে কনস্যুলেট এর আইডেনটিকাল ওয়েবসাইট, ফেসবুক পেজ পরিচিতি ও myGov-এর মাধ্যমে প্রদত্ত সেবা সমূহের পরিচিতি তুলে ধরা হয়। সভায় সহজে কনস্যুলার সেবা প্রাপ্তির বিষয়ে প্রাণবন্ত আলোচনা হয়। উপস্থিত প্রবাসী বাংলাদেশীগণ সহজে লাশ পরিবহনে সরকারের সহযোগিতা, এনভিআর প্রাপ্তিতে দেশে ভেরিফিকেশন দ্রুততম সময়ে করা, প্রবাসীদের ডাটাবেস তৈরী/প্রবাসীদের একটি আলাদা এনআরবি কার্ডের মত পরিচয়পত্র প্রদানের মাধ্যমে সকল সুযোগ সুবিধা নিশ্চিত করা ইত্যাদি বিষয়ে তাদের পর্যবেক্ষণ ও পরামর্শ তুলে ধরেন।
আনন্দবাজার/কআ