ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সিলিন্ডার প্রতি ২০০ টাকা বেড়েছে এলপিজির দাম

অধিকংশ শহর ও মফস্বলে লাইনের গ্যাস না থাকায় জনপ্রিয়তা পাচ্ছে তরল এলপি গ্যাস। তবে জনপ্রিয় নিত্যপ্রয়োজনীয় এই পণ্যের দাম নিয়ন্ত্রণের কোনো ধরনের ব্যবস্থা না থাকায় বিপাকে পড়তে হচ্ছে গ্রাহকদের। পূর্বঘোষণা ছাড়াই সময়-আসময় কারণ না দেখিয়ে দাম বাড়াচ্ছে বেসরকারি এলপি গ্যাস সরবরাহকারী কোম্পানিগুলো।

তবে এবার আন্তর্জাতিক বাজারে দর বৃদ্ধির কারণ দেখিয়ে এই তরল পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) প্রতিটি সিলিন্ডারের দাম ২০০ টাকা বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। দেশেজুড়ে আজ শনিবার (০৪ জানুয়ারি) থেকে এই বর্ধিত মূল্য কার্যকর হবে।

খুচরা বাজারে থেকে এখন ভোক্তাদের প্রতি সিলিন্ডার (১২ কেজি) কিনবে ১১০০ থেকে ১১২০ টাকা দরে। অথচ গেল বৃহস্পতিবার পর্যন্ত ভোক্তারা এসব সিলিন্ডার ৯০০ থেকে ৯২০ টাকায় ক্রয় করে ছিল।

এ বিষয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান শামসুর রহমান জানান, এক টন এলপিজি দিয়ে ৮২টি সিলিন্ডার  (১২ কেজির) এলপিজি ভরা যায়। তবে আন্তর্জাতিক বাজারে যেভাবে এলপিজি দাম বাড়ছে সে অনুযায়ী দেশীয় বাজারে দাম বাড়ানো উচিত।

কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম জানিয়েছেন, এলপিজি ব্যবসায়ীদের সব সময় বিভিন্ন ধরনের সুবিধা দিয়ে আসছে সরকার। আর ব্যবসায়ীরা ইচ্ছে মতো দাম বাড়িয়ে গ্রাহকদের পকেট থেকে হাতিয়ে নিচ্ছে টাকা। এনার্জি রেগুলেটরি কমিশনকে এ ব্যাপারে একাধিকবার বলা হলেও তারা কোনো এর ভূমিকা রাখছে না।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন