শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

একমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন হয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অনেক অত্যাচার, অপপ্রচার হলেও আওয়ামী লীগকে কেউ দমিয়ে রাখতে পারেনি। একমাত্র আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই দেশের উন্নয়ন হয়, জনগণ এটি বুঝতে পেরেছে।

শুক্রবার সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের ওয়ার্কিং কমিটি ও উপদেষ্টা পরিষদের যৌথসভায় যোগ দিয়ে একথা বলেন শেখ হাসিনা।

আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনের পর প্রথমবারের মত দলের কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথসভা হয়েছে। সকালে প্রধানমন্ত্রী ও দলের সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এই সভার প্রথম পর্ব হয়।

যৌথসভার শুরুর বক্তব্যে প্রধানমন্ত্রী সভাটি সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে উৎসর্গ করেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘বহু চড়াই উতড়াই অত্যাচার নির্যাতন এমনকি অপপ্রচারের পরও আওয়ামী লীগকে কেউ দমাতে পারেনি। মানুষের আস্থা নিয়ে টানা তৃতীয়বারের মত ক্ষমতায় আওয়ামী লীগ। দলের তৃণমূলের নেতারা সঠিক সিদ্ধান্ত নেয়, জীবনবাজি নিয়ে দলকে ধরে রেখেছে তারা। দল সবচেয়ে শক্তিশালী এখন। এই ঐতিহ্য ধরে রাখতে হবে।’

পরে সভায় শোক প্রস্তাব আনা হয়। দলীয় আলোচনা শেষেই মুলতবি ঘোষনা করা হয় সভা। আজ সন্ধ্যায় গণভবনে অনুষ্ঠিত হবে মুলতবি সভা।

আরও পড়ুনঃ  পাকিস্তান দল টি-টোয়েন্টি ও টেস্ট খেলতে ঢাকায়

সংবাদটি শেয়ার করুন