শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

বৈঠকে বসেছে সরকার ও পাটকল শ্রমিক নেতারা

বকেয়া বেতন-ভাতা পরিশোধ ও মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে আন্দোলনে থাকা রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে বসেছে সরকার।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ফার্মগেটের জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) কার্যালয়ে এ বৈঠক শুরু হয়েছে।

বৈঠকে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান ছাড়াও দুই মন্ত্রণালয়ের সচিব উক্ত সভায় উপস্থিত রয়েছেন।

এছাড়া বৈঠকে পাটকল শ্রমিক নেতা, সিবিএ, নন-সিবিএ সংগঠনের প্রায় ৫০ জন অংশ নিয়েছেন।

 

আনন্দবাজার/ইউএসএস

 

আরও পড়ুনঃ  ঈদের আগেই মজুরি পাবেন পাটকল শ্রমিকরা

সংবাদটি শেয়ার করুন