শনিবার, ২১শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৬ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

দীর্ঘদিনের স্বপ্ন পূরণ 

দীর্ঘদিনের স্বপ্ন পূরণ 

অবশেষে নড়াইলবাসীর দীর্ঘদিনের আশা পূরণ হতে চলেছে। শহরতলির মালিবাগ এলাকায় ৩৬৫ কোটি টাকা ব্যয়ে ৮ একর জমির ওপর নড়াইলের কৃতি সন্তান প্রকৌশলী হাতেম আলী খান ইঞ্জিনিয়ারিং কলেজটি নির্মিত হবে। জমি অধিগ্রহনের প্রক্রিয়া শেষ করে ইতিমধ্যে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর জায়গাটি বুঝে পেয়েছে। জমির সার্ভে এবং সয়েল টেস্টের কাজও সম্পন্ন হয়েছে।  

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দেশের চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগে একটি করে ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন প্রকল্পের অধীন ২০১৫-১৬ অর্থ বছরে নড়াইলে ইঞ্জিনিয়ারিং কলেজ নির্মানের জন্য একনেকে ৩শ ৬৫ কোটি টাকা অনুমোদন দেওয়া  হয়। পরে জেলা প্রশাসন থেকে শহর সংলগ্ন মালিবাগ এলাকায় সীমাখালী ও বোড়া বাদুড়িয়া মৌজায় কলেজটির জন্য ৮ একর জমি নির্ধারণ করা হয়। কিন্তু স্থানীয় জমির মালিকরা এখানে কলেজ নির্মাণের বিরোধিতা শুরু করলে কাজটি পিছিয়ে যায়।

নড়াইল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অরুনাভ রায় জানান, জেলা প্রশাসকের পক্ষ থেকে মালিবাগ এলাকায় ৮ একর জমির কাগজপত্র ও জমি হস্তান্তর করা হয়েছে। জমির ডিজিটাল সার্ভের কাজ এবং সয়েল টেস্টও সম্পন্ন হয়েছে। প্রধান কার্যালয় থেকে এখনও পর্যন্ত সয়েল টেস্ট রিপোর্ট পাওয়া যায়নি। পরে ধাপে ধাপে বিভিন্ন গ্রুপের মাধ্যমে দরপত্র আহবান করা হবে। তবে প্রথম পর্যায়ে মাটি ভরাটের দরপত্র আহবানের কাজ প্রক্রিয়াধীন।

জানা গেছে, প্রাথমকি পর্যায়ে এ প্রকল্প কাজের মধ্যে রয়েছে ভূমি অধিগ্রহন, বহুতল বিশিষ্ট প্রশাসনিক ও একাডেমিক ভবন, ৫শ সিটের ১টি ছাত্র ও ১টি ছাত্রী হোষ্টেল, প্রিন্সিপ্যাল ও ষ্টাফ কোয়ার্র্টার, একাধিক ল্যাবরেটরি, ক্লাস রুম ও অফিস কক্ষের চেয়ার-টেবিল, আসবাবপত্র, হোষ্টেল ফার্নিচার, ডেকোরেশন, গাড়ী, মসজিদ, অভ্যন্তরীন রাস্তা ও সীমানা প্রাচীর ইত্যাদি। প্রথমাবস্থায় ৪ বিভাগ নিয়ে কলেজটি চালু হবে। বিভাগগুলি হলো সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক এন্ড ইলেকট্রনিক ইঞ্জিয়ারিং এবং সফট্ওয়ার ইঞ্জিয়ারিং। কারিগরি শিক্ষা অধিদপ্তরের অধীনে ২০২১-২২ অর্থ বছরের মধ্যে এ কলেজটি বাস্তবায়নের লক্ষ্যমাত্রা থাকলেও জমি অধিগ্রহনসহ অন্যান্য জটিলতার করণে তা সম্ভব হচ্ছেনা। প্রকল্প বাস্তবায়নের সময় বৃদ্ধির জন্য শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ঢাকাস্থ প্রধান কার্যালয় কারিগরি শিক্ষা অধিদপ্তরে আবেদন করেছেন বলে নড়াইল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অরুনাভ রায় জানান।     

আরও পড়ুনঃ  কিশোরগঞ্জে ১১০ পরিবারে ত্রাণ দিলো পুলিশ কর্মকর্তা 

সংবাদটি শেয়ার করুন