ঢাকা | শুক্রবার
২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ফেব্রুয়ারিতে যাত্রা শুরু করবে ‘সনি-স্টার সিনেপ্লেক্স’

ভেঙ্গে ফেলা হয়েছে মিরপুরের ঐতিহ্যবাহী সিনেমা হল ‘সনি সিনেমা হল’! কী সিনেমা প্রেমীরা আতকে উঠলেন? আতকে ওঠার কােন কারণ নেই! কারণ ‘সনি সিনেমা হল’ ভেঙ্গে তৈরী করা হয়েছে ‘সনি-স্টার সিনেপ্লেক্স’।

সনি সিনেমা হলটি ইতোমধ্যেই ‘সনি-স্টার সিনেপ্লেক্স’ এ পরিণত হয়েছে। গত ফেব্রুয়ারিতে সনি ও স্টার সিনেপ্লেক্সের মধ্যে এক চুক্তির মধ্যে দিয়ে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ ঐতিহ্যবাহি ‘সনি সিনেমা হল’কে ১৫ বছরের জন্য লিজ নেয়। চলতি বছরের ফেব্রুয়ারি থেকেই আনুষ্ঠানিক ভাবে চালু হবে নতুন এই সিনেপ্লেক্সটি।

‘সনি সিনেমা’র কর্ণধার মো. হোসেন বলেন, যত দ্রুত সম্ভব চালুর জন্য আমরা পুরোদমে কাজ করছি। এখানে মোট তিনটি স্ক্রিন থাকবে। আসন সংখ্যা মোট ৮০০টি।

স্টার সিনেপ্লেক্সের সিনিয়র বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে ‘সনি-স্টার সিনেপ্লেক্স’টি চালু হবে।

‘সনি-স্টার সিনেপ্লেক্স’ এ থাকছে মোট তিনটি স্ক্রিন।সব মিলিয়ে আসন সংখ্যা হবে ৮০০টি।মিরপুরবাসীর কথা মাথায় রেখেই টিকিটের মূল্য নির্ধারণ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আনন্দবাজার/ডব্লিউ এস

সংবাদটি শেয়ার করুন