ঢাকা | শনিবার
২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

অর্থনৈতিক প্রবৃদ্ধিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

যখন আমরা দ্বিতীয়বারের মত সরকার গঠন করি, তখন বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা ছিল। সেই মন্দা কাটিয়ে উঠে আজ আমরা এগিয়ে যাচ্ছি।সারা বিশ্বের প্রবৃদ্ধি অর্জন কমে যাচ্ছে। কিন্তু বাংলাদেশ ধারাবাহিকভাবে প্রবৃদ্ধি অর্জন বৃদ্ধি করেই চলছে। আমাদের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২৫তম আসরের উদ্বোধনী অনুষ্ঠানের বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। এসময় আওয়ামী লীগের সভানেত্রী বিদেশি ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগ আরো বাড়ানোর জন্য আহ্বান জানান।

প্রধানমন্ত্রী জানান, আমাদের রফতানিও আমরা ধরে রাখতে পুরপুরি ভাবে সক্ষম হয়েছি।এজন্য প্রবৃদ্ধি অর্জনে আজ আমরা ৮ দশমিক ১৫ ভাগ অর্জন করতে সক্ষম হয়েছি।

তিনি বলেন, আমরা বিদেশি বিনিয়োগকারীদের সবচেয়ে বেশি সুবিধা দিয়েছি।বিনিয়োগকারীদের জন্য দেশে ১২টি অর্থনৈতিক অঞ্চল প্রস্তুত করা হয়েছে আর এর মধ্যমে আমরা দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের জায়গা করে দিতে চাই। দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে, কৃষি জমি সুরক্ষাসহ শিল্পায়নের জন্যও বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি করা হয়েছে। এর কার্যক্রম পূর্ণাঙ্গভাবে শুরু হলে আমাদের প্রবৃদ্ধিতে আরও বেশি ভূমিকা রাখবে।

তিনি বলেন, ‘আমরা যেন অধিক পরিমাণে পণ্য উৎপাদন ও রফতানি করতে পারি সেদিকে কড়াকড়ি ভাবে নজর দিচ্ছি। আইসিটিকে সবচেয়ে গুরুত্ব দিয়ে ডিজিটাল ডিভাইস উৎপাদন ও রফতানি করতে পারবো, আর দেশ তত বেশি উন্নত হবে।

আনন্দবাজার/এম.কে

সংবাদটি শেয়ার করুন