শুক্রবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৫ই আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ

দীর্ঘ আড়াই বছর পর পর্যটকদের জন্য উন্মোক্ত ভুটান

দীর্ঘ আড়াই বছর পর পর্যটকদের জন্য উন্মোক্ত ভুটান

করোনা মহামারির জন্যে দীর্ঘ আড়াই বছর পর পর্যটকদের জন্য সীমান্ত খুলে দিয়েছে হিমালয়ের অনিন্দম সুন্দর দেশ ভুটান। শুক্রবার (২৩ সেপ্টেম্বর) থেকে আবারও ভুটানে ভ্রমণের সুযোগ পাচ্ছেন বিদেশি পর্যটকরা।

দীর্ঘ বন্ধের পর প্রথম দিনে দক্ষিণ এশিয়ার শান্তিপূর্ণ দেশটিতে ঘুরতে যান ২৩ জনের বিদেশি পর্যটকের একটি দল।


নেপাল থেকে যাওয়া ঐসব পর্যটকদের তাই ভুটান সরকার অন্যভাবে বরণ করে নয়ে। প্রত্যেককে উপহার হিসেবে অর্গানিক মধু, চা, ভুটানের হলুদ এবং স্থানীয় একটি সিম কার্ড দেওয়া হয়।

ভুটান সরকার ইতিমধ্যে পর্যটন করের পরিমাণ বাড়িয়ে ফেলেছে। গত তিন দশক ধরে প্রতিদিন অবস্থানের জন্য বিদেশি পর্যটকদের কাছ থেকে ৬৫ ডলার করে পর্যটন কর নেয়া হতো।

সম্প্রতি পর্যটন শুল্কের ক্ষেত্রে টেকসই উন্নয়ন ফি নামে একটি সংশোধন করেছে ভুটান সরকার।
ফলে বিদেশি পর্যটকদের দৈনিক ফি ৬৫ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ২০০ ডলার নির্ধারণ করা হয়েছে।

তবে স্বস্থির বিষয় বাংলাদেশ, ভারত ও মালদ্বীপের জন্য এই ফি এক হাজার ২০০ রুপি নির্ধারণ করেছে ভুটান সরকার। করোনার আগে ভারতীয় নাগরিকদের জন্য আলাদা ফি দিতে হতো না।

মহামারির শুরুতে ২০২০ সালের ৬ মার্চ ভুটানে প্রথম করোনা শনাক্ত হলে তখনই দেশটির সীমান্ত বন্ধ করে দেয়া হয়। আবারও পর্যটকদের ঢল নামবে বলে আশা করছে ভুটানের পর্যটনের সঙ্গে যুক্ত সংশ্লিষ্টরা।

আনন্দবাজার/কআ

আরও পড়ুনঃ  “জি ২০ সম্মেলন বয়কটের ডাক অযৌক্তিক ও হতাশাজনক”

সংবাদটি শেয়ার করুন