ষষ্ঠ সাফের শিরোপা জিতে প্রথমবারের মতো ইতিহাস রচনা করে বাংলার সাবিনা-কৃষ্ণারা। ফরোয়ার্ড কৃষ্ণা রাণী সরকারে জোরা গোলের নৈপূন্যে ৩-১ ব্যবধানে টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয় বাঘিনীরা।
একই দিনে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে স্কটল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ নারী দল। মেয়েদের বোলিং নৈপূন্যে ৬ উইকেটের সহজ জয়ে বাছাইপর্বের সেমিফাইনাল নিশ্চিত নিগার সুলতানাদের। শেষ ম্যাচে যুক্তরাস্ট্রকে হারাতে পারলে গ্রুপ পর্বের চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে পৌঁছাবে বাংলাদেশ।
অলরাউন্ডার সোহেলী আক্তারের অফ স্পিনের সামনে দাঁড়াতে পারেনি স্কটিশ মেয়েরা। ৪ ওভার বোলিং করে মাত্র ৭ রান দিয়ে ৪ উইকেট তুলে নিয়েছেন সোহেলী। দীর্ঘ বিরতির পর খেলতে নামা ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন ২০১৪ সালে। বিশ্বকাপ বাছাইপর্ব দিয়ে জাতীয় দলে ফিরেছেন। প্রত্যাবর্তনের ম্যাচটা সোহেলী স্মরণীয় করেছেন ক্যারিয়ার সেরা বোলিংয়ে।
এর আগে নিজেদেরে প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে ১৪ রানে হারায় লাল-সবুজের দল। আবুধাবিতে আগে ব্যাট করে ৪ উইকেটে ১৪৩ রানের টার্গেট দেয় বাংলাদেশ। জবাবে ১২৯ রানে গুটিয়ে যায় আইরিশ মেয়েরা।
আনন্দবাজার/কআ