ঢাকা | মঙ্গলবার
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ,
১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

সাবিনার হ্যাটট্রিকে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ

সাবিনার হ্যাটট্রিকে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ

ষষ্ঠ সাফ চ্যাম্পিয়নশিপে গতকাল শুক্রবার সাবিনা খাতুনের হ্যাটট্রিকে ভুটানকে ৮-০ গোলে উড়িয়ে ফাইনালে পৌঁছে গেলো বাংলাদেশ।

গ্রুপ পর্বে মালদ্বীপ, পাকিস্তান ও ভারতকে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজে ছিল বাংলাদেশ। এখন পর্যন্ত ৪ ম্যাচে প্রতিপক্ষের জালে দিয়েছে ২০ গোল। টুর্নামেন্টের ৪ম্যাচের ৩টিতেই ম্যাচসেরা সাবিনা খাতুন। প্রথমে পাকিস্তান ও গতকাল ভুটানের বিপক্ষে হ্যাটট্রিকে দারুণ ছন্দে সাবিনা। টুর্নামেন্টে ৮ গোল করে সর্বোচ্চ গোলের দৌড়েও এগিয়ে।

গতকাল বাংলাদেশ-ভুটান ম্যাচের পর দশরথ ষ্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতকে ১-০ গোলে হারিয়েছে নেপাল।

তাই ১৯ সেপ্টেম্বর ফাইনালে সাফ নারী ফুটবল নতুন চ্যাম্পিয়ন পাচ্ছে। ২০১৬ সালের পর দ্বিতীবারের মতো দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের চূড়ান্ত শ্রেষ্ঠত্বের লড়াইয়ে পৌঁছে গেলো বাংলাদেশ।

টুর্নামেন্টে সেরা সাবিনার লক্ষ্য সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়। সাবিনা বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল ফাইনালে ওঠা। আমরা সেটা পেরেছি তাই সবাই দারুণ খুশি। এবার আমরা চ্যাম্পিয়ন হতে চাই।’ জয়ের সব কৃতিত্ব কোচ গোলাম রাব্বানিকে দিয়ে বলেন, ‘সকল কৃতিত্ব স্যারের। স্যার অক্লান্ত পরিশ্রম করে গেছেন। এ জয় আমরা স্যারকে উৎসর্গ করেছি।’

ম্যাচের দ্বিতীয় মিনিটে সিরাত জাহানের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ১৮ মিনিটে সেটি ২-০ করেন সাবিনা। তারপর ঋতুপর্ণার ক্রসে কৃষ্ণা সেটিকে ৩-০ করেন। চতুর্থ গোলটি করেন ঋতুপর্ণা। ম্যাচের ৫৪ মিনিটে সেটিকে ৫-০ করেন সাবিনা। তারপরই মাসুরা আরেকটি গোল যোগ করেন। বদলি খেলোয়াড় তাহুরা সপ্তম গোলটি করেন। ম্যাচের অতিরিক্ত সময়ে হ্যাটট্রিক করেন সাবিনা।

আনন্দবাজার/কআ

সংবাদটি শেয়ার করুন