মঙ্গলবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২রা আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
বিশ্ব কবি-জাতীয় কবির প্রয়াণ দিবস স্মরণে

তুমি রবে নীরবে হৃদয়ে মম

তুমি রবে নীরবে হৃদয়ে মম

সিরাজগঞ্জ শাহজাদপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮১ তম  ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ৪৬ তম প্রয়াণ দিবস স্মরণে গতরবিবার সন্ধ্যায় রবীন্দ্র কাছারি বাড়ি মিলনায়তনে শাহজাদপুর সম্মিলিত শিল্পী পরিষদের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ” তুমি রবে নীরবে হৃদয়ে মম ” অনুষ্ঠিত হয়েছে।  

বঙ্গবন্ধু মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যক্ষ রফিক আহম্মেদ এর সঞ্চালনায় শাহজাদপুর সম্মিলিত শিল্পী পরিষদের সভাপতি মোঃ মেজবাহ্ রানার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের চেয়ারম্যান ড. মোঃ ফখরুল ইসলাম। অন্যান্যদের মধ্যে আরও আলোচনা করেন বিশিষ্ট লেখক ও রবীন্দ্র গবেষক আখতার উদ্দিন মানিক ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক লায়লা ফেরদৌস।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রফেসর আজাদ রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ তরিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মামুনুর রশীদ লিয়াকত প্রমুখ। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য ও সংগীত পরিবেশন করেন শাহজাদপুর সম্মিলিত শিল্পী পরিষদের শিল্পীবৃন্দরা।

Print Friendly, PDF & Email
আরও পড়ুনঃ  রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

সংবাদটি শেয়ার করুন